জুমবাংলা ডেস্ক : যশোরের ভৈরব নদে চলাচলকারী নৌ-জাহাজে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানাসহ দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র্যাব পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নৌ-পরিবহন অধিদপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
শুক্রবার র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাজিউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোরের অভয়নগরে ভৈরব নদে চলাচলকারী নৌ-জাহাজে বৃহস্পতিবার অভিযান চালানো হয়েছে। এ সময় নৌ-পরিবহন অধিদপ্তরের উপ-সচিব বদরুল হাসান লিটন উপস্থিত ছিলেন। নৌ-পরিবহন আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন, জাহাজে পর্যাপ্ত জীবন রক্ষাকারী নিরাপত্তাসামগ্রী না রাখা ও মেয়াদউত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্রাদি ব্যবহার করে জাহাজ চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৩৬টি নৌ-জাহাজের ৩৪ মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করা হয় এবং দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডিতরা হলেন- নাজমুল ইসলাম (৫০), শাহ আলম (৩০), হুমায়ুন কবির (৪৫), শফিকুর রহমান (৪৪), সেলিম (৫০), কাওছার (৫৫), আলমগীর (৩০), আরিফ (৪০), সিরাজুল ইসলাম (৩৫), জাকির (৬০), সোলায়মান (৬০), লিটন শেখ (৪২), সুমন (৩৮), দেলোয়ার হোসেন (২৮), জাহিদ (৪০), ফিরোজ কবির (৩৬), নাঈম শেখ (৩৮), জাহাঙ্গীর আলম (৪৫), জন্নু মোল্লা (৪৮), জুবায়ের (৫২), হৃদয় শেখ (২৮), রুবেল (৩২), রুবেল শেখ (৪০), ইমাম হাসান (৩৬), শরিফুল (৪৫), ইজাজুল হক, আরিফুজ্জামান (৪৫), সোহেল রানা (৫০), রানা হাওলাদার (৩৬), সাব্বির হোসেন (৩৮), সাকিব হাসান (২৮), ফরহাদ (৩০), শেখ আবুল খায়ের (৫৫) ও জাহিদুল ইসলাম (৪০)।
এছাড়া বিনাশ্রমে দণ্ডিতরা হলেন- শহিদুল ইসলাম (৩০) ও নিরব হোসেন (২৮)। তাদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার নাজিউর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।