স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড বিপক্ষে ইংল্যান্ডের ঘোষিত ওয়ানডে সিরিজের দল দুই ভাগে বিভক্ত হয়ে ৪০ ওভারের ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলেছে। যেখানে দুই দল মিলিয়ে রান হয়েছে ৫৫০ আর উইকেট পড়েছে ১৯ টি। রান বন্যার এই ম্যাচে টিম মরগানকে ১০০ রানে হারিয়েছে টিম মইন আলী।
সাউদাম্পটনে আগে ব্যাট করতে নামে মইন আলীর দল। আয়ারল্যান্ড সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া মইন আলী এদিন ব্যাট হাতে ঝড় তোলেন। ৪৫ বলে ৭ চার ও ৬ ছক্কায় খেলেন ৮৫ রানের দারুণ এক ইনিংস।
তার আগে অবশ্য টিম মরগানের বোলারদের উপর তুলকালাম চালান জনি বেয়ারস্টো। ৮৮ বলে ১২৭ রানে দারুণ এক ইনিংস উপহার দেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এই দুজনের ব্যাটে নির্ধারিত ৪০ ওভারে মইন আলীর দলের সংগ্রহ দাড়ায় ৯ উইকেটে ৩২৫ রানে।
টিম মরগানের দলের হয়ে বল হাতে সফল স্পিনার আদিল রশিদ। যদিও রান খরচায় উদার ছিলেন তিনি। ৭ ওভারে ৬৫ রানে নিয়েছিলেন ৪ উইকেট।
বড় লক্ষ্য দাড়ায় ব্যাটিং করতে নেমে মুখ থুবড়ে পড়ে টিম মরগানের দল। যদিও শুরু থেকে ঝড় তোলেন বেন ডাকেট। ৬৫ বলে ৬৮ রান করেন তিনি৷ এছাড়া অধিনায়ক মরগান করেন ২৪ বলে ৩৩ রান। মইন আলী-ব্রুকসদের বোলিংতোপে ৩২.৩ ওভারেই ২২৫ রানে গুটিয়ে যায় তারা।
আইরিশদের বিপক্ষে ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। সেখান থেকে জেসন রয়, জেমস ভিন্স, টম কারেন ও ম্যাট পার্কিনসন খেলেননি এই ম্যাচ। যদিও পার্কিনসন ইনজুরিতে ছিটকে গেছেন সোমবারই। খেলোয়াড় স্বল্পতার কারণে স্যাম হেইন ও লিয়াম লিভিংস্টোন টিম মইনের হয়ে দুইবার ব্যাটিং করেন। টম ব্যান্টন ব্যাট করেন দুই দলের হয়েই।-দ্যা ক্রিকেট নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।