বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বুগাত্তি ডিভো। বহুল প্রত্যাশিত সেই ড্রিম কার। ফরাসি গাড়ি নির্মাতা বুগাত্তির নতুন গাড়ি ঘিরে উৎসাহ তুঙ্গে।
জ ড্রপিং’ বুগাত্তি গাড়িটিতে রয়েছে দেড় হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন। ঘণ্টায় প্রায় ৪২০ কিমি পর্যন্ত গতি তোলা সম্ভব হবে।
ডিভোতে শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতি তুলতে সময় লাগবে মাত্র ২ দশকি ৪ সেকেন্ড।
বুগাত্তি ডিভোর পিছনে রয়েছে এক দশমিক আট মিটার হাইড্রোলিক উইং। ৪৫৬ কিলোগ্রাম ডাউনফোর্স তৈরি করে ডিভো যা চিরোনের থেকেও ৮৯ কিলোগ্রাম বেশি।
বেশি ডাউনফোর্স মানেই ল্যাটারাল গ্রিপও একটু বেশি। ১ দশকি ৬ জিএস অব ল্যাটারাল গ্রিপ রয়েছে গাড়িটির।
গাড়িটিতে কার্বন ফাইবার ব্যবহার করার কারণে বুগাত্তির এই মডেলের গাড়ির ওজন কিছুটা কমেছে। ১৯৪১ কিলোগ্রামের মতো ওজন গাড়িটির।
গাড়িটির দাম প্রায় ৪৩ কোটি টাকা।
ফ্রেঞ্চ রেসিং ড্রাইভার অ্যালবার্তো ডিভোকে স্বরণে রেখেই গাড়িটির নামকরণ করা হয়েছে ডিভো।
সারা বিশ্বের জন্য মাত্র ৪০টি গাড়ি তৈরি করা হয়েছে। বাজারে আসার সঙ্গে সঙ্গেই প্রায় সবকটি বিক্রি হয়ে গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।