জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় অতিরিক্ত দামে গোশত বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ভিন্ন অপরাধে আরো দুজনকে জরিমানা করা হয়।
শুক্রবার সকালে উপজেলার পদুয়া তেওয়ারিহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান বলেন, স্বাভাবিক সময়ে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজিতে গরুর গোশত বিক্রি হয়। তবে আজ শবে বরাতকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা ১০০ থেকে ১৫০ টাকা দাম বাড়িয়ে দিয়েছেন। অভিযানে এর সত্যতা পাওয়ায় তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনা অনুমতিতে ভিডিও ধারণ এবং অবৈধভাবে পার্কিং ও লাইসেন্স না থাকায় দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।