স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত অপেক্ষা করা হয়েছেল ড্যাশিং ওপেনার তামিম ইকবালের জন্য। কিন্তু সবাইকে হতাশ হতে হলো। হাঁটুর পুরোনা চোট উপশম হলোই না।
অবশেষে তামিমকে ছাড়াই হারাতে মাঠে নামল বাংলাদেশ। বুধবার টসে হাসিমুখে আগে ব্যাটিং নিলেন মুমিনুল হক। কিন্তু মাত্র কয়েক ওভার যেতেই সেই হাসি মিলিয়ে গেল।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমেছিলেন সাইফ হাসান ও সাদমান ইসলাম।
মাত্র ৫ বল খেলেই ডাক মেরে মুজারাবানির পেসে সরাসরি বোল্ড হয়ে গেলেন এই ওপেনার। তামিম না থাকায় ব্যাটিংলাইন আপে উন্নতি হয়েছিল নাজমুল হক শান্তর। ওয়ানডাউনে নেমেছিলেন। তিনিও ব্যর্থ।
মাত্র ৮ বলের মোকাবেলায় আউট হয়ে শান্তভাবেই সাজঘরে ফিরলেন শান্ত। তার উইকেটটি শিকার করেছেন সেই মুজারাবানি। ৮ বলে ২ রানই যেন যথেষ্ট তার জন্য।
সাদমানের সঙ্গে এখন হাল ধরেছেন অধিনায়ক মুমিনুল হক। অপরপ্রান্তে ২০ বলে মাত্র ২ রানে চুপচাপ দাঁড়িয়ে তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে সুযোগ পাওয়া সাদমান।
এ প্রতিবেদন লেখার সময় ৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২৩ রান। অথচ উইকেট হারিয়েছে ২টি।
জিম্বাবুয়ে দুই খেলোয়াড়ের অভিষেক হয়েছে আজ।
অপরদিকে ৮ জন ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পেশালিস্ট বোলার রাখা হয়েছে তিনজন। একাদশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ:
মুমিনুল হক, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হুসেইন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



