৯৭ রানে গুটিয়ে গেল ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের তকমা নিয়ে মাঠে নামলেও নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরুটা হলো ভীষণ নড়বড়ে। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রানেই গুটিয়ে গেল টাইগার যুবারা।

চলতি আসরে রোববার নিজেদের প্রথম ম্যাচে সেন্ট কিটসে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। কিন্তু সিদ্ধান্ত যেন বুমেরাং হয়ে আসে রাকিবুলবাহিনীর দিকে। ব্যাটিং ব্যর্থতায় ৩৫.২ ওভারেই সব উইকেট হারিয়ে ফেলে তারা। ১১ জন ব্যাটারের মধ্যে দুই অঙ্কের মুখ দেখেন মাত্র ৪ জন, এর মধ্যে একমাত্র শেষ ব্যাটার রিপন মণ্ডল ছাড়া আর কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

ব্যাটিংয়ে নেমে প্রথম ৪ ওভারে মাত্র ৫ রান তুলতে পারে বাংলাদেশ। এরপর দলীয় ষষ্ঠ রানেই ওপেনার মাহফিজুল ইসলামের উইকেট হারায় তারা। সেই শুরু, এরপর ৮ রান তুলতেই নেই আরও ৩ উইকেট। বাংলাদেশের প্রথম ৩ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। চতুর্থ উইকেট হিসেবে বিদায় নেওয়া উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ ফাহিম করেন ১ রান।

আশিকুর রহমানকে (৯) দিয়ে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন হওয়ার সময় স্কোরবোর্ডে সংগ্রহ তখন মাত্র ২৬ রান। এরপর দলীয় ৩১ রানে ষষ্ঠ আইচ মোল্লাহ (১৩) বিদায় নেওয়ার পর ৫০ রানের মাথায় একই পথে হাঁটেন আবদুল্লাহ আল মামুন (৪)। এরপর ১ রান যোগ হতেই আরও ২ উইকেট হারায় বাংলাদেশ।

৫১ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশকে ১০০ ছুঁইছুঁই সংগ্রহ পাইয়ে দেন ১১-এ নামা রিপন মণ্ডল। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই লোয়ার অর্ডার ব্যাটার ৪১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন। ৩৬তম ওভারে শেষ উইকেট হিসেবে বিদায় নেওয়া নাইমুর রহমান ২৭ বলের মোকাবিলায় করেন ১১ রান।

বল হাতে ইংলিশ যুবাদের মধ্যে পেসার জশুয়া বয়ডেন ৯ ওভারে মাত্র ১৬ রানেই নেন ৪ উইকেট। ২ উইকেট নিয়েছেন টমাস অ্যাস্পিনওয়াল। ১টি করে উইকেট গেছে জেমস সেলস, ফাতেহ সিং এবং অধিনায়ক টম প্রেস্ট।

টাইগারদের জয় নিয়ে যা লিখছে বিশ্ব মিডিয়া