
Advertisement
জুমবাংলা ডেস্ক : সুপার সাইক্লোন আম্ফান বুধবার (২০ মে) দুপুর থেকেই দেশে তাণ্ডব চালাতে শুরু করে। সতর্কতা হিসেবে গতকাল ১০ নম্বর মহাবিপদ সংকেত পর্যন্ত জারি করেছিল আবহাওয়া অধিদফতর। তবে বৃহস্পতিবার (২১ মে) সকালে সেই সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে সংস্থাটি।
অধিদফতর জানায়, ভোরের দিকে ঘূর্ণিঝড় আম্পানস্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর–পূর্ব দিকে সরে গেছে। স্থল নিম্নচাপে পরিণত হয়ে আম্পান বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে রংপুর অঞ্চলের দিকে অবস্থান করছিল। এটি আরও উত্তর–পূর্ব দিকে সরে যাবে।
ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ও ৯ নম্বর বিপদ সংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।