আন্তর্জাতিক ডেস্ক : গায়ক পরিচয় ছাড়িয়ে ‘মুনওয়াক’ নাচের জন্য বিশ্বব্যাপী খ্যাতি কুড়িয়েছিলেন প্রয়াত মাইকেল জ্যাকসন। মুনওয়াকে ভূমিতে আলতো স্পর্শে সামনে এগোনোর পরিবর্তে হেঁটে পেছনে যেতেন তিনি। এই বিখ্যাত নৃত্যশৈলী এবার পানির নিচে করে দেখালেন ভারতের এক যুবক। পানিভর্তি ঘরে প্রথমে একটি বিলিয়ার্ড বোর্ডের ওপর ভেসে ভেসে হাঁটতে দেখা যায় তাঁকে।
অবিকল মাইকেল জ্যাকসনের মুনওয়াকের আদলে ক্রমে পিছিয়ে গেলেন। তারপর একটি ডিগবাজি খেয়ে উল্টে মাথা নিচে পা ওপরে করে একই স্টাইলে হাঁটতে দেখা গেল তাঁকে। কিন্তু কোথাও একচুল ভুল হলো না। মুনওয়াকের এই সোজা ও উল্টো কসরত পুরোটাই চলল পানির ভেতর। ইনস্টাগ্রামে ‘হাইড্রোম্যান’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেছিলেন জয়দীপ গোহিল। তাঁকেই পানির নিচে মুনওয়াক করতে দেখা যায়। প্রায় ১৭ সেকেন্ডের ভিডিওতে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই একটি বিলিয়ার্ড বোর্ডে প্রথমে সোজা হয়ে, তারপর উল্টো হয়ে মুনওয়াক করে পার হন তিনি।
নিমেষে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। হাইড্রোম্যানের বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘জলমানব’। পানির নিচে নাচা বেশ কয়েকটি ভিডিও দিয়ে এরই মধ্যে বেশ হৈচৈ ফেলে দিয়েছেন জয়দীপ। আট লাখের কাছাকাছি অনুসারী তাঁর। এর আগে ‘পুষ্পা’ ছবির গান ‘শ্রীবল্লি’তে পানির নিচে নেচে ভাইরাল হয়েছিলেন জয়দীপ। বলিউডের অভিনেতাদের মধ্যে ভালো নাচতে পারেন বলে সুনাম রয়েছে বরুণ ধাওয়ানের। সেই বরুণও জয়দীপের প্রশংসা করে ভিডিও পোস্ট করেছিলেন একবার। সূত্র : আনন্দবাজার পত্রিকা
সালমানের ‘বিগবসে’র ঘরে নুসরাত, পারিশ্রমিক কত নিচ্ছেন জনপ্রিয় নায়িকা?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।