জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরকে এক অটোরিকশা চালককে মারধরের অভিযোগে দল থেকে সদস্যপদ স্থগিতসহ সব কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল সোমবার (১৪ জুলাই) রাতে তাকে সামরিকভাবে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, একজন অটোরিকশা চালককে মারধর করা এবং এ ঘটনার প্রতিবাদ করায় অপর একজন ব্যক্তিকেও মারধর করার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরকে সাময়িকভাবে দলের সদস্যপদ স্থগিতসহ সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, ‘কয়েকদিন আগে উপজেলার মালঞ্চ বাজারে এক অটোরিকশা চালককে মেলান্দহ রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়ার জন্য বলেন গাজী রাশেদুজ্জামান মশিউর। এ সময় ওই রিকশা চালক যেতে না চাইলে তাকে মারধর করেন তিনি। এ সময় পাশে থাকা এক ব্যক্তি ছাড়াতে গেলে তাকেও মারধর করেন। এ ঘটনায় গাজী রাশেদুজ্জামান মশিউরকে সাময়িকভাবে দলের সদস্যপদ স্থগিতসহ সব রকম কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।