আন্তর্জাতিক ডেস্ক : বহু দেশ কয়েক মিলিয়ন অ্যান্টিবডি পরীক্ষার কিট সংগ্রহে আগ্রহ দেখিয়েছিলো। বলা হচ্ছিল যেসব মানুষ একবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তারা এই রোগের প্রতিরোধ ক্ষমতা অর্জন করবেন এবং কাজেও ফিরতে পারবেন। – বিবিসি, সিএনএন
যুক্তরাজ্য সরকার সাড়ে ৩ লাখ এ ধরণের কিট সংগ্রহ করলেও বিশ্বস্ততার অভাবে তা ব্যবহার করেনি। এই পদ্ধতিতে দ্রুততার সঙ্গে জানা যেতে পারে কেউ করোনা আক্রান্ত কি-না।
জেনাভার এক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পরিচালক মারিয়া ভ্যান ক্রেখোভ বলেছেন, ‘এই ভাইরাস রোগ প্রতিরোধ ব্যববস্থা তৈরি করে এমন বক্তব্যের কোনও প্রমান পাওয়া যায়নি।
তার মতে প্রাথমিক পরীক্ষা বলছে না, ‘বিশাল পরিমাণ মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। হার্ড ইমিউনিটি বা গোষ্ঠিগত রোগ প্রতিরোধ ব্যবস্থার যে সম্ভাবনার কথা বলা হচ্ছিলো সেটি খুব বেশি উজ্জল নয়।’
হু এর এই কর্মকর্তা জানান চলতি সপ্তাহেই এই বিষয়ে গাইডলাইন দেবে সংস্থাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।