জিম্বাবুয়ে সিরিজ শেষ করেও অবসর নেই ক্রিকেটারদের। সাফল্যে মোড়া এই সিরিজের তৃপ্তি নিয়েই নামতে হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ময়দানে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীকে এবার নেতৃত্ব দেবেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
গত আসরে দুর্দান্ত ক্রিকেট খেলে শিরোপা ঘরে তুলেছিল আবাহনী। এমন দলের অংশ হওয়ার পাশাপাশি নেতৃত্ব পেয়ে বেশ খুশি মুশফিক। এবারো আবাহনী শিরোপা জিততে মরিয়া, আর তাতে অগ্রণী ভূমিকা রাখতে চান তিনি।
মুশফিক বলেন, ‘এরকম একটা টিমে খেলা বিশেষ সম্মানের। আবাহনী কয়েকবার ডিপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এটা চ্যালেঞ্জও, কারণ এখানে অন্যরকম চাপ থাকে। আমি সত্যিই খুশি যে একটা চ্যাম্পিয়ন দলে খেলার সৌভাগ্য হয়েছে।’
‘অধিনায়কত্ব যেহেতু করতে হবে, সামনে থেকে যেন নেতৃত্ব দিতে পারি সেই চেষ্টা করব। গত বছর চ্যাম্পিয়ন হয়েছে, এবছর যেন সেটা ধরে রাখতে পারি।’
তবে শিরোপা জেতা এত সহজ হবে বলে মনে করেন না মুশফিক। কারণটা এই আসরের চিরায়ত প্রতিদ্বন্দ্বিতা। দলবদলের পর এবার দলগুলোও বেশ ভারসাম্যপূর্ণ।
সেদিকে ইঙ্গিত করে মুশফিক বলেন, ‘আমি অনেক জায়গা থেকেই শুনেছি এবারের ডিপিএলের ৬-৭টা দল খুব ভারসাম্যপূর্ণ। নির্দিষ্ট একটা বা দুইটা দলকে এগিয়ে রাখতে পারবেন না। শীর্ষ ছয়ে কোন দলগুলো থাকবে এটা বলা কঠিন।’
‘আবাহনী কখনও দুই বা তিন নম্বর হওয়ার জন্য দল গড়ে না। সবসময় চ্যাম্পিয়নশিপের জন্যই দল করে। এবারো ব্যক্তিক্রম হয়নি। চেষ্টা থাকবে প্রথম শীর্ষ ছয়ে ঢোকার। এরপর যেন চ্যাম্পিয়নশিপের জন্য চেষ্টা করি।’– বলেন মুশফিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।