জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক মামলার তদন্তে গিয়ে বাদীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে আটক হওয়া পুলিশের সেই এএসআই তোফাজ্জল হোসেনকে ক্লোজড করা হয়েছে।
শনিবার দুপুরে সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল্লাহিল জামান বলেন, তোফাজ্জলকে গাইবান্ধা পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। তার বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এএসআই তোফাজ্জল হোসেন সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। এর আগে, শুক্রবার রাত ১০টার দিকে ছড়ারপাতা গ্রামে পারিবারিক মামলার তদন্তে এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে যান এএসআই তোফাজ্জল। পরে গোয়ালঘরে অন্তরঙ্গ মুহূর্তে ওই নারীর সঙ্গে তাকে দেখে ফেলেন এক প্রতিবেশী।
এ ঘটনার পর তোফাজ্জলকে ধরে বাড়ির উঠানের আমগাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন ক্ষুব্ধরা। পরে পুলিশে খবর দেওয়া হয়। এরপর সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। রাত ৩টার দিকে অভিযুক্ত তদন্ত কর্মকর্তাকে থানায় নিয়ে যান তারা।
জানা গেছে, ওই নারীর স্বামী সৌদি প্রবাসী। কিছুদিন আগে স্বামীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ দেখা দেয়। পরে থানায় ভাসুরের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। সেই মামলার তদন্তভার পড়ে এএসআই তোফাজ্জল হোসেনের কাছে। পরে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি।
তদন্ত শেষে তোফাজ্জলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল্লাহিল জামান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।