জুমবাংলা ডেস্ক : নিজ স্ত্রীকে অপহরণ করেছেন স্বামী! ঘটনাটি বিশ্বাসযোগ্য না হলেও এমন অভিযোগে হয়েছে মামলা। যদিও কথিত অপহরণের শিকার ঐ নারী জবানবন্দিতে বলেছেন, তিনি অপহূত হননি। ভিকটিমের এমন জবানবন্দি থাকার পরেও তা আমলে নেয়নি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।
এমন অপহরণের মামলায় ভিকটিমের দ্বিতীয় স্বামীকে দেওয়া হয়েছে ২০ বছরের দণ্ড। ঐ রায়ের বিরুদ্ধে দণ্ডিত শাহ আলম আপিল করে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার জামিন মঞ্জুরের এই আদেশ দেয়।
জানা গেছে, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি বরগুনার ফাতেমা বেগম প্রথম স্বামী জাকির হোসেনকে তালাক দিয়ে শাহ আলমকে বিবাহ করেন। পরে তাদের দুটি সন্তান হয়। বিয়ের বছরই ফাতেমাকে অপহরণের অভিযোগে শাহ আলমের বিরুদ্ধে মামলা করেন জাকির। ২০১২ সালের ৩০ আগস্ট শাহ আলমসহ আট জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
এর আগে কথিত অপহরণের শিকার ফাতেমা বরগুনার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারার জবানবন্দিতে বলেন, আমাকে শাহ আলম অপহরণ করেননি। মাসখানেক আগে তাকে আমি স্বেচ্ছায় বিয়ে করেছি। ২০০৭ সালে জাকিরের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। কিন্তু জাকিরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শাহ আলমকে বিয়ে করি। তবে দ্বিতীয় বিয়ের চার-পাঁচ মাস আগে জাকিরকে তালাক দেই। সে এখন আর আমার স্বামী নয়। আমাকে কেউ অপহরণও করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।