আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে ১৯৯৯ সালে সংগঠিত কারগিল যুদ্ধে অংশ নেওয়ার কথা অবশেষে স্বীকার করল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রতিরক্ষা দিবসের এক অনুষ্ঠানে শনিবার দেশটির সেনাপ্রধান আসিম মুনির বলেন, ‘১৯৪৮, ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ এর কারগিল যুদ্ধে পাকিস্তান ও ইসলামের জন্য হাজারো সেনা জীবন উৎসর্গ করেছেন।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গত ২৫ বছর ধরে পাকিস্তান সরকার ও তাদের সেনাবাহিনী কখনো কারগিল যুদ্ধে তাদের অংশ নেওয়ার কথা প্রকাশ্যে বলেন।
তারা প্রথম থেকেই দাবি করে আসছিল, পাকিস্তানের অধীনে থাকা কাশ্মীরি মুজাহিদিন বা স্বাধীনতা সংগ্রামীরা কাশ্মীরকে ভারতের কবল মুক্ত করতে এই লড়াইয়ে অংশ নিয়েছিল।
ইন্ডিয়া টুডে বলছে, যদিও যুদ্ধে পুরোমাত্রায় অংশ নেয় পাকিস্তানি সেনা। ১৯৯৯ সালে কারগিলে সংগঠিত লড়াইকে সামরিক পরিভাষায় ‘যুদ্ধ’ বলা হয় না, বলা হয় সংঘর্ষ। যদিও তাতে দুই দেশের বহু সেনা মারা যায়।
আর্থিক ক্ষতির মুখে পড়ে দুই দেশই। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর প্রবল চাপ তৈরি করলে লড়াইয়ে ইতি টানে তারা।
এরই মধ্যে শনিবার পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘যুদ্ধে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।’
অনুষ্ঠানে নিহত সেনাদের পরিবারের লোকজনরাও ছিলেন। এর আগে কোনো সেনাপ্রধান কিংবা প্রতিরক্ষা প্রধান কারগিল যুদ্ধে তাদের সেনাবাহিনীর যোগদানের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।