স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) এর সবচেয়ে জনপ্রিয় রেসলারদের মধ্যে অন্যতম একজন আন্ডারটেকার। রেসলিং ভক্তরা সবাই তাকে এক নামে চিনে। এবার wwe থেকে বিদায় নিলেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) থেকে নিজের ৩০ বছরের পথচলার ইতি টানলেন ‘দ্য আন্ডারটেকার।
মূলত মার্ক ক্যালাওয়ে নামের এই রেসলার অবসরের ঘোষণা দিয়েছেন। ‘আন্ডারটেকার: দ্য লাস্ট রাইড নামের শেষ ডকুসিরিজটিই হবে তার রিংয়ের ভেতর শেষবারের মতো প্রবেশ।
এ প্রসঙ্গে আন্ডারটেকার বলেন, ‘আর কখনো না, আমার ক্যারিয়ারের এই সময়ে আমি সিদ্ধান্ত নিয়েছি রিংয়ে আর ফিরবো না। এবার কাউবয় সত্যিই চলে যাচ্ছে।
পেশাদারি ক্যারিয়ারে আন্ডারটেকার শেষবার লড়বেন এজে স্টাইলের সঙ্গে। আর তার অবসরের ব্যাপারটি ডব্লিউডব্লিউই এক টুইটের মাধ্যমে নিশ্চিত করে জানিয়েছে।
৫৫ বছর বয়সী আন্ডারটেকার রাসেলমেনিয়াতে ২৭ বার লড়ে ২৫ বারই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।