জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের তিন উপজেলায় অবৈধ ৯ ইটভাটা পরিচালনাকারী মালিককে অর্ধকোটি টাকা অর্থদণ্ড করেছে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
রবিবার (২৭ ডিসেম্বর) জেলার ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুরে এই তিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়াও ৬টি ইটভাটার চুল্লি ভেঙে দেওয়া হয়।
ইটভাটাগুলো হচ্ছে- জেলার ঘাটাইল উপজেলার মিশাল ব্রিকস, স্বর্ণা ব্রিকস-২, সুজন ব্রিকস, সিয়াম ব্রিকস। কালিহাতী উপজেলার স্বর্ণা ব্রিকস ও একুশে ব্রিকস এবং ভূঞাপুর উপজেলার কবির ব্রিকস, এসটিআর ব্রিকস ও আঁখি ব্রিকস।
টাঙ্গাইলের পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান- জেলায় ১০৪টা অবৈধ ইটভাটা রয়েছে। ম্যাজিস্ট্রেট পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে ভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হবে। এর ধারাবাহিকতায় তিনটি উপজেলায় অভিযান চালিয়ে ৯টি ইটভাটার মালিক-কে ৫০ লাখ টাকা অর্থদণ্ড ও ৬টি ভাটার চুল্লি ধ্বংস করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



