জুমবাংলা ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় অনন্তপুর গ্রাম থেকে দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। খবর ইউএনবি’র।
শুক্রবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার কৃষ্ণপুর গ্রামের মো. কিছলু মিয়া (৩৪), সেলিনা খাতুন (২৭), মো. ফারুক (২২), মোছা. শিল্পী খাতুন (২২) এবং একই উপজেলার আমতলা গ্রামের মো. রফিকুল ইসলাম (৩০)।
পরে আটকদের নামে ও তাদের দেয়া তথ্য অনুযায়ী অবৈধভাবে ভারতে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করার অপরাধে তিন পলাতক মো. রাজিব মিয়া (২৮), মো. মিন্টু মিয়া (২৫) এবং মো. হাসান আলীর (৩০) নামে মহেশপুর থানায় মামলা করা হয়।
খাশিলপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির সীমান্ত পিলার ৬০/১৫২ এর বিজিবি সদস্যরা পাঁচজনকে আটক করে।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের এবং মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে, বলেন বিজিবির সহকারী পরিচালক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।