অল্প বয়সী এক তরুণীর সঙ্গে প্রেম করছেন, টালিউডে এমন গুঞ্জন ছড়িয়েছে জনপ্রিয় প্রবীণ অভিনেতা শুভাশিস মুখার্জিকে নিয়ে। সম্প্রতি সৈকতে সেই তরুণীর সঙ্গে দেখা যায় অভিনেতাকে। এরপর থেকেই গুঞ্জন শুরু। অতঃপর, নিজ মুখেই জানিয়ে দিলেন সত্যিটা!

কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, অভিনেতা নাকি নিজের মেয়ের বয়সী এক তরুণীর প্রেমে পড়েছেন! সমুদ্রতীরে নিভৃতে সময় কাটাতেও দেখা যায় তাদের। বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনে তৈরি হয় চর্চা। এক পর্যায়ে আলোচনা তুঙ্গে উঠলে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেতা।
ঘুরতে যাওয়ার বিষয়টি অকপটে স্বীকার করে শুভাশিস জানিয়েছেন, তারা নিরালায় সময় কাটাতে সমুদ্র বেছে নিয়েছিলেন। তবে তাদের যে প্রেমের বিষয়টি ছড়িয়েছে, তা সত্য নয়। জানালেন, এই প্রেম বাস্তব জীবনের নয়, বরং পর্দার।
শুভাশিস মুখার্জি জানান, কৌতুকাভিনেতা রাজু মজুমদারের পরিচালিত প্রথম সিনেমা ‘ফণীবাবু ভাইরাল’-এর শুটিংয়ের প্রয়োজনে তারা সমুদ্রতীরে গিয়েছিলেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। পর্দায় এই অসম বয়সী জুটির প্রেম ও রোম্যান্টিক রসায়ন দেখা যাবে।
নিজের চেয়ে বয়সে অনেক ছোট রোশনির বিপরীতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মজার ছলে শুভাশিস বলেন, ‘বিষয়টি ভেবে আমার নিজেরই গায়ে কাঁটা দিচ্ছে।’ ছবিতে তাদের দুজনের বেশ কিছু রোম্যান্টিক দৃশ্য ও গান রয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, ‘ফণীবাবু ভাইরাল’ সিনেমায় এই দুই অভিনয়শিল্পী ছাড়াও দেখা যাবে খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিক-সহ টালিউডের এক ঝাঁক অভিনেতাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


