জুমবাংলা ডেস্ক : যশোরের চৌগাছা পৌরসভায় বাবার ওপর অভিমান করে লাভলী আক্তার (২০) নামে স্নাতক প্রথম বর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচনমনা গ্রামে নিজেদের একটি পরিত্যক্ত টিনশেড ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। এদিন তিনি পরিবারের অন্যদের সঙ্গে রোজা রেখেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব রায়।
জানা যায়, লাভলী আক্তার চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের আতিয়ার রহমানের মেয়ে। তিনি যশোরের সরকারি মাইকেল মধূসুদন দত্ত (এমএম) কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
নিহতের মামা মন্টু হোসেন জানান, তিনদিন আগে বাড়ির নারকেল গাছ থেকে একটি ছোট শুকনা নারকেল লাভলীর মাথায় পড়ে। এতে তিন অসুস্থ হয়ে পড়েন। আজ বুধবার সকালে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার বাবা তাকে গরুর খাবারের জন্য বিচালি (খড়) কাটার জন্য বললে তিনি অসুস্থতার কথা বলেন।
এ সময় তার বাবা তাকে একটু ধমক দিয়ে বলেন, ‘শুধু শুয়ে বসে খেলে চলবে না। কাজকর্ম করতে হবে।’
এরপর লাভলী আক্তার ঘুম থেকে উঠে নিজেদের গরুর জন্য বিচালি কাটতে বসেন। কোনো একসময় তিনি সেখান থেকে উঠে নিজেদের পরিত্যক্ত টিনশেডের একটি ঘরের আড়ার সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিত্যক্ত টিনশেডের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহতের মামা আরও জানান, লাভলী পরিবারের অন্যদের সঙ্গে বুধবার রোজা রেখেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।