স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ৯৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো মাহমুদুল হাসান জয়ের।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে আজ শুরু হওয়া দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় জয়ের।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ^কাপ জয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন ২১ বছর বয়সী জয়। ঐ আসরে ৬ ইনিংসে ৪৬ গড়ে ১৮৪ রান করেছিলেন জয়।
দেশের ঘরোয়া আসর প্রথম শ্রেনির ক্রিকেটে ৮ ম্যাচের ১৪ ইনিংসে ৫৭৪ রান করেছেন ডান-হাতি ব্যাটার জয়। ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ব্যাটিং গড়- ৪১।
এবারের জাতীয় লিগে ঈর্ষণীয় পারফরমেন্স ছিলো জয়ের। চট্টগ্রাম বিভাগের হয়ে ৫ ম্যাচের ৯ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৩৭৬ রান করেছেন তিনি। ব্যাটিং গড়- ৪১ দশমিক ৭৭।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।