জুমবাংলা ডেস্ক : রংপুরের পীরগাছায় সাজু মিয়া নামের এক জুয়াড়িকে গ্রেফতার করে থানায় নেওয়ার পর অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে জগদীশ রায় নামের এক সাব-ইন্সপেক্টরের (এসআই) বিরুদ্ধে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পীরগাছা উপজেলার রেলস্টেশন এলাকা থেকে সাজু মিয়া নামের এক জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে থানায় নিয়ে মধ্যরাত পর্যন্ত দেনদরবার করার পর অবশেষে মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেয়া হয়।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পীরগাছা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জগদীশ রায়কে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা পুলিশের ওসি আজিজুল ইসলাম। তিনি জানান, জুয়াড়িকে থানায় নেওয়ার পর অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে তাকে ক্লোজ করা হয়েছে।
এদিকে ভুক্তভোগীর পরিবারের দাবি, সাজু মিয়া পূর্বের দুটি জুয়ার মামলায় জামিনে থাকলেও তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরিবারের সদস্যরা তাকে ছাড়াতে পীরগাছা থানায় গেলে কৌশিক ও হৃদয় নামে দুই স্থানীয় দালালের মাধ্যমে কথা বলতে বলে এসআই জগদীশ রায়। পরে তাদের দাবিকৃত ১০ হাজার টাকা দিলে রাত ১২টায় ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী সাজু মিয়া জানান, এক সময় জুয়া খেলার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে সম্পৃক্ত নেই। পূর্বের দুটি মামলায় জামিনে থাকলেও পুলিশ বিভিন্ন সময়ে আমাকে হয়রানি করে আসছে। বাড়িতে শুয়েছিলাম, সেখান থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। পরে আমার ছোটভাই এসআই জগদীশকে ১০ হাজার টাকা দিলে আমাকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে অভিযুক্ত পীরগাছা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জগদীশ রায়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।