জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের কোটি কোটি টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগে অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানকে অপসারণ, গ্রেপ্তার ও অর্থ লুটপাটে বিচার বিভাগীয় তদন্তসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সম্মিলিত নাগরিক আন্দোলন।
সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা জাসদের সাবেক সভাপতি অ্যাডভোকেট তোরাব আলী খন্দকার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাবিবুর রহমান, তৈল গ্যাস রক্ষা সমন্বয়ক নুরুল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট জোনায়েদ আহমদ, জাসদ নেতা মিনহাজ উদ্দিন খান লেছু, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, জেলা জাসদ নেতা সোহরাব খান, বাসদ নেতা হুমায়ুন খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নবগঠিত এ মেডিকেল কলেজের কোটি কোটি টাকার দুর্নীতির দায়ে দুদকের মামলায় কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ানকে আসামি করা হলেও তিনি বহাল তবিয়তে রয়েছেন। তাকে দ্রুত গ্রেপ্তার ও অপসারণ করতে হবে। শুধু অধ্যক্ষ নয়, তার সহযোগী অন্যান্য দুর্নীতিবাজদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। নইলে তুমুল নাগরিক আন্দোলন গড়ে তোলা হবে।
এছাড়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা সংকট দূর করে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণ করা, হবিগঞ্জ পৌরসভার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করে আধুনিক স্টেডিয়াম এলাকা, খোয়াই ব্রিজের তলদেশ ও পুরো শহরকে আবর্জনামুক্ত করাসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
অন্যথায় সম্মিলিত নাগরিক কমিটি বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি জানান।
উল্ল্যেখ্য, হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের ২০১৭- ২০১৮ অর্থ বছরে ১৩ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ১০৯ টাকা মালামাল ক্রয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে। বাস্তবে ওই মালামালের মূল্য পাঁচ কোটি টাকার বেশি নয় বলে ধারণা করা হয়। বাকি টাকার পুরোটাই ভাগ-বাটোয়ারা হয়েছে বলে অভিযোগ উঠে। দাবি ওঠে, সরকার প্রধানের নামে প্রতিষ্ঠিত এই কলেজের দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার।
এ ঘটনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হলে তারা দুর্নীতির সত্যতা পায়। এছাড়া দুদক তদন্ত করে কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ানসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করে। বর্তমানে মামলার আসামিরা জামিনে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।