স্পোর্টস ডেস্ক : চলতি বছর অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহনের ক্ষেত্রে দারুন এক সিদ্ধান্ত গ্রহণ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এবারই প্রথমবারের মত কোন দেশের একজন নারী ও পুরুষ প্রতিযোগী একসাথে উদ্বোধনী অনুষ্ঠানের নিজ দেশের পতাকা বহন করতে পারবে।
এ সম্পর্কে আইওসি’র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এ ব্যাপারে আইন পরিবর্তন করেছি। জাতীয় অলিম্পিক কমিটিগুলো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একইসাথে একজন নারী ও পুরুষ এ্যাথলেটকে মনোনীত করতে পারবে। তারা দুজনেই একসাথে নিজ দেশের হয়ে পতাকা বহন করবেন। এক্ষেত্রে আমরা প্রতিটি জাতীয় অলিম্পিক কমিটিকে এই সুযোগ কাজে লাগানোর জন্য উৎসাহিত করছি।’
একইসাথে আইওসি আরো ঘোষনা দিয়েছে আগামী ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এবারের অলিম্পিক ইতিহাসের প্রথম লিঙ্গ-ভারসাম্যপূর্ণ অলিম্পিক হিসেবে অভিহিত হতে যাচ্ছে। এবার ৪৮.৮ শতাংশ নারী প্রতিযোগী অলিম্পিকে অংশ নিচ্ছে। এবারই প্রথমবারের মত ২০৬টি দেশের প্রতিটিতেই অন্তত একজন করে নারী ও পুরুষ প্রতিযোগী রয়েছে। এমনকি শরনার্থী অলিম্পিক দলটিও এবার নারী প্রতিযোগীর অংশগ্রহণ নিশ্চিত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।