প্যারিসে তীব্র গরম। সেই গরমে ভরদুপুরে ইনভলিডসে বাংলাদেশি আরচ্যার সাগর ইসলাম রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে ১/৩২ স্টেজে ইতালিয়ান আরচ্যার মারিও নেসপোলির কাছে হেরেছেন। পুরুষ ব্যক্তিগত ইভেন্ট পাঁচ সেটের হলেও সাগর প্রথম তিন সেট হারায় ৬-০ সেট পয়েন্টে হারেন। বাকি দুই সেট আর খেলা হয়নি।
ইতালিয়ান মারিও টোকিও অলিম্পিকে রৌপ্যজয়ী। প্রথম সেটেই তার জাত চিনিয়েছেন। তিনটি তীরই দশ স্কোর করেছেন। সেখানে সাগরের স্কোর ৮; ৯ ; ১০।
দ্বিতীয় সেটে মারিও একটু খারাপ করেন। তিনি ৩ শটে ২৭ করেন। সাগর করেন ২৬। প্রথম দুই শটে দুই জনের সমান ১৭ ছিল। শেষ শটে সাগর ৯ আর নেসপোলি ১০ করলে দ্বিতীয় সেটেও হারেন সাগর।
২০ জিবি র্যামের সঙ্গে দুর্দান্ত ফিচার নিয়ে হাজির Nothing Phone 2a Plus স্মার্টফোন
ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেটে পয়েন্টের বিকল্প ছিল না বাংলাদেশের আরচ্যারের। তৃতীয় সেটে অলিম্পিকে পদকজয়ী আরচ্যার তেমন সুযোগ দেননি। ৯:৯ ও ১০ করে ২৯ নেন। সাগর ২৫ করলে বাংলাদেশের আরচ্যারির অলিম্পিক পথচলা শেষ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।