Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সাংস্কৃতির সাথে কোনভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এমন অশালীন পোশাক পরিধান করে সামাজিক রীতি-নীতি ভঙ্গের অভিযোগে দুই শতাধিক নারী ও পুরুষকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। খবর ডেইল মেইল ও ডন’র।
এক টুইটের মাধ্যমে রিয়াদ পুলিশ জানায়, গত সপ্তাহে অশালীন পোশাক পরিধান করে রাস্তায় বের হয়ে সামাজিক রীতি ভঙ্গের দায়ে এখন পর্যন্ত ১২০ জন নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এসব আইন লঙ্ঘনকারীদের ওপর সৌদি আইন অনুযায়ী শাস্তি আরোপ করা হয়েছে।
এছাড়া আরেক টুইটে রিয়াদ পুলিশ জানিয়েছে, বিভিন্ন হয়রানিমূলক কাজের অপরাধে আরও ৮৮ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, চলতি মাসে রিয়াদে এক ইলেক্ট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। সেখানে অতিথিদের অনেকে হয়রানির শিকার হয়েছেন বলে সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে। এরপরই দেশটির পুলিশ অশালীনতার দায়ে অনেককে গ্রেফতার করে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.