গাজীপুর প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, অসুর হচ্ছে অন্যায়ের প্রতীক। তাদের প্রতিহত করতে হবে। যে জঙ্গি ধর্মের নামে নানা ধরণের অপব্যাখ্যা দেয় তারা অসুরের মতোই। আর তাই এই অন্যায়ের প্রতীক অসুরদের প্রতিহত করে যা সুন্দর এবং স্বাভাবিক তার পূজা করতে হবে।
তিনি রোববার রাতে গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে মুনশুরপুর মনসাতলা পূজা মন্ডপে আগতদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় মন্দির পরিচালনা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিটি পূজা মন্ডবে আনন্দ দেখে মনে হচ্ছে এই আনন্দ শুধু হিন্দু সম্প্রদায়ের নয়। এ আনন্দ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের। সকলে সকলের ধর্মের উৎসব পালন করবো কিন্তু মানুষে মানুষে কোন ভেদাভেদ সৃষ্টি করবো না। ধর্মের মত করে এ কথা জাতির জনক বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সংবিধানে বলে গেছেন। তাই আসুন মানুষে মানুষে, গুত্রে গুত্রে, জাতিতে জাতিতে কোন ভেদাভেদ না করে দেশে শান্তি নিয়ে আসতে পারি এই প্রার্থনাই করি। কারণ সব কিছুর ঊর্ধ্বে মানব ধর্ম। মানুষের উপরে বড় কিছু নাই। এটাই মনে রাখতে হবে।
এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে করে আরো বলেন, মা দূর্গা একজন নারীর প্রতীক। আর এই নারীর প্রতীক মা দূর্গাকে পূজা করা হয়। কিন্তু মা দূর্গাকে পূজা করবেন আর ঘরের মা-বোনদেন নির্যাতন করবেন এটা ঠিক না।
মুনশুরপুর মনসাতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি পংকজ কুমার নাগ নন্দর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো. শিবলী সাদিক, থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জুমবাংলানিউজ/আরএস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।