অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হেফাজত আমির

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হেফাজত আমির

জুমবাংলা ডেস্ক : অসুস্থ হয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ডা. ফরিদ হোসেনের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হেফাজত আমির

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেফাজতের আমির পিত্তথলিতে পাথর হওয়াজনিত রোগে ভুগছেন। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার একটি ছোট অপারেশন করা হবে। আমিরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

এর আগে অসুস্থতা বোধ করলে গত ২৯ সেপ্টেম্বর হেফাজত আমিরকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ৮৮ বছর বয়সী এই আলেম বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।

মওলানা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর ২০২১ সালের আগস্টে হেফাজতে ইসলামের আমির হন মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি হেফাজতের সাবেক আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর আপন মামা। ফটিকছড়ির বাবুনগর মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

টানা ১ বছর ঘরকে মশামুক্ত রাখতে খরচ করুন মাত্র ৫ টাকা