অস্ট্রেলিয়ার জালে আর্জেন্টিনার আরো এক গোল

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে উঠবেন লিয়োনেল মেসিরা। খেলার প্রথমার্ধে ৩৫ মিনিটে মেসির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা।

এরপর প্রথমার্ধে আর কোন গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে নেমেই একের পর আক্রমণ করতে থাকে তারা।

ফলও পায় হাতে নাতে। ৫৭ মিনিটে অস্ট্রেলিয়ান গোলকিপারকে ফাঁকি দিয়ে দুর্দান্ত এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইউলিয়ান অ্যালভারেজ। গোলরক্ষকের ভুলে গোল খেল অস্ট্রেলিয়া। বক্সের মধ্যে বেশিক্ষণ পায়ে বল রাখার খেসারত দিলেন ম্যাট রায়ান। তার পা থেকে বল ছিনিয়ে নেন আলভারেস। ফাঁকা গোলে বল ঠেলতে ভুল করেননি তিনি।

প্রথম থেকেই বলের দখল ছিল আর্জেন্টিনার। ছোট ছোট পাসে আক্রমণে ওঠার চেষ্টা করেন মেসিরা। অন্য দিকে রক্ষণ মজবুত রেখে প্রতি আক্রমণে খেলার লক্ষ্যে নামে অস্ট্রেলিয়া। কিছুটা শারীরিক ফুটবল খেলার চেষ্টা করে তারা।