স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন জাস্টিন ল্যাঙ্গার। তার সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তি ছিল আগামী জুন পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা চলছিল কিছুদিন ধরে।
গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গত মাসে অ্যাশেজ জয়ের পর ল্যাঙ্গারের চাওয়া ছিল লম্বা সময়ের জন্য মেয়াদ বাড়ানো। কিন্তু হলো উল্টো। ল্যাঙ্গারকে আর কিছুদিন দায়িত্বে থাকার প্রস্তাব দেয়া হয়েছিল।
ল্যাঙ্গারের পদত্যাগপত্র গ্রহণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিবৃতিতে জানায়, জাস্টিনের বর্তমান চুক্তির সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছিল। দুঃখজনকভাবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি।
এদিকে ল্যাঙ্গার আর অসিদের কোচ থাকছেন না জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট দিয়েছেন তার ম্যানেজার জেমস হ্যান্ডারসন।
হ্যান্ডারসন লিখেছেন, ‘খেলোয়াড় হিসেবে অ্যাশেজ সিরিজে ৫-০ ব্যবধানে জেতার পর অবসর নিয়েছিলেন ল্যাঙ্গার। আজ সে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব শেষ করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ জেতার মাধ্যমে। ২০১৮ সালে কোন অবস্থায় সে দায়িত্ব নিয়েছিল, সেটি না হয় ভুলেই যাই।’
ল্যাঙ্গারের মেয়াদ বৃদ্ধির সেই প্রস্তাবিত সময়ে অক্টোবর-নভেম্বরে দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপও ছিল বলে জানায় বোর্ড। কিন্তু স্বল্প মেয়াদের প্রস্তাব মনে ধরেনি ল্যাঙ্গারের।
আগামী মাসে পাকিস্তান সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেখানে দেখা যেতে পারে অজিদের নতুন কোচকে।
এরই মধ্যে তার পরিবর্তে কে হতে পারেন অস্ট্রেলিয়ার পরবর্তী কোচ তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যেখানে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, জেসন গিলেস্পির সঙ্গে নাম আছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়েরও।
সেঞ্চুরির পর ৫ উইকেট: ইতিহাস গড়া পাক অধিনায়কের এই কীর্তি আর কারো নেই
অসাধারণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের পর কোচিং ক্যারিয়ারেও সাফল ছিলেন ল্যাঙ্গার। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর দলকে সকল সাফল্য এনে দিয়েছেন তিনি। ল্যাঙ্গারের অধীনেই ২০২১ সালে অধরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অজিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।