ক্যাসিনো-কাণ্ডে বহুল আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র্যাব সম্রাটকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। ওই সময় তার কার্যালয় থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার অপরাধে সেদিনই তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
পরদিন ৭ অক্টোবর র্যাব-১-এর পক্ষ থেকে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর আদালতে অস্ত্র মামলায় অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। গত ১৬ জানুয়ারি সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ওইদিন আদালতে উপস্থিত না থাকায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
এদিকে, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা আরেকটি মামলায় গত ২৬ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সম্রাট এবং তার সহযোগী এনামুল হক আরমানের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সিআইডির পক্ষ থেকে রমনা মডেল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



