বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছরের প্রথমার্ধে ওয়্যারেবল ও স্মার্টওয়াচ বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল। তবে মার্কিন প্রযুক্তি জায়ান্টটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্যামসাং। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বৈশ্বিক স্মার্টওয়াচ বিক্রিতে ২৬ দশমিক ৪ শতাংশ হিস্যা অ্যাপলের। সেখানে স্যামসাংয়ের হিস্যা ৮ দশমিক ৯ শতাংশ। প্রযুক্তি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের এক প্রতিবেদনে বলা হয়, বাজার হিস্যায় অ্যাপল থেকে অনেক পিছিয়ে থাকলেও দ্বিতীয় প্রান্তিকে লক্ষণীয় অগ্রগতি দেখিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।
এপ্রিল-জুন প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টওয়াচ বিক্রি বছরওয়ারি বেড়েছে ৫৮ শতাংশ। সেখানে অ্যাপল ওয়াচের বিক্রি বেড়েছে মাত্র ৬ শতাংশ।
ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল-জুন প্রান্তিকে ৮৪ লাখ স্মার্টওয়াচ বিক্রি করেছে অ্যাপল। গত বছরের একই সময়ে যেখানে বিক্রি হয়েছিল ৭৯ লাখ ইউনিট। এদিকে দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টওয়াচ বিক্রি হয়েছে ২৮ লাখ ইউনিট। ২০২১ সালের একই সময়ে স্মার্টওয়াচ বিক্রি হয়েছে ১৮ লাখ ইউনিট। স্যামসাংয়ের লক্ষণীয় উত্থান চোখে পড়ার মতো। দ্বিতীয় প্রান্তিকে হুয়াওয়েকে হটিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠে এল দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। স্মার্টফোন খাতে দুই প্রযুক্তি জায়ান্টের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো স্মার্টওয়াচেও তা প্রত্যক্ষ করা যাবে বলে আশা করা হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত হুয়াওয়ে গত প্রান্তিকে ২৬ লাখ স্মার্টওয়াচ বিক্রি করেছে। গত বছরের একই প্রান্তিকের চেয়ে বিক্রি ১৪ শতাংশ বাড়লেও হিস্যা ৯ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। দ্বিতীয় প্রান্তিকে ভারতভিত্তিক নয়েজের বিক্রি হয়েছে ১৮ লাখ ইউনিট। গত বছরের একই সময়ের চার লাখ ইউনিটের তুলনায় বিক্রি বেড়েছে ৩৮২ শতাংশ। এর মাধ্যমে স্মার্টওয়াচের বাজারে চতুর্থ স্থানে উঠে এসেছে নয়েজ। বৈশ্বিক স্মার্টওয়াচের বাজারে নয়েজের হিস্যা দাঁড়িয়েছে ৫ দশমিক ৮ শতাংশ। এক বছর আগেও যেখানে ভারতভিত্তিক কোম্পানিটির হিস্যা ছিল মাত্র ১ দশমিক ৫ শতাংশ।
সব মিলিয়ে ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে ৩ কোটি ১৭ লাখ ইউনিট স্মার্টওয়াচ বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ের ২ কোটি ৫৪ লাখের চেয়ে যা ২৫ শতাংশ বেড়েছে।
ক্যানালিসের বিশ্লেষক সিনথিয়া চেন বলেন, অ্যান্ড্রয়েড দুনিয়ায় গ্রাহকদের জন্য প্রিমিয়াম ইকোসিস্টেম তৈরির চেষ্টা করছে স্যামসাং। বর্তমানে গ্রাহকরা স্মার্টওয়াচ নিয়ে সম্যক অবগত এবং তারা সাধারণ হেলথ ট্র্যাকিং, স্পোর্টস পারফরম্যান্স ট্র্যাকিংয়ে স্মার্টওয়াচ ব্যবহার করতে চান।
দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং ও অ্যান্ড্রয়েড সেগমেন্ট থেকে চ্যালেঞ্জের মুখে নিজেদের স্মার্টওয়াচে মনোযোগ বাড়িয়েছে অ্যাপল। গত বুধবার আইফোন ১৪ উন্মোচনের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ নিয়ে আসে তারা। অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এর পাশাপাশি এসেছে দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ এসই ও মজবুত গঠনের অ্যাপল ওয়াচ আলট্রা। উল্লেখ্য, অ্যাপলের নতুন স্মার্টওয়াচ উন্মোচনের এক মাস আগেই একাধিক স্মার্টওয়াচ এনেছে স্যামসাং। অ্যান্ড্রয়েডচালিত স্মার্টওয়াচগুলো হচ্ছে গ্যালাক্সি ওয়াচ ৫ এবং গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।