জুমবাংলা ডেস্ক : আইন কমিশনের সাবেক চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আবদুর রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিচারপতি মোঃ আবদুর রশিদ সোমবার রাতে হার্ট অ্যাটাক করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসলে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আবদুর রশিদ আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে ২০০৯ সালের ২০ এপ্রিল থেকে ২০১০ সালের ১৯ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। হাইকোর্টের বিচারপতি হিসেবে আবদুর রশিদ ২০০৯ সালের ২৬ জানুয়ারি অবসর গ্রহণ করেন।
তিনি ১৯৯৯ সালের ২৪ অক্টোবর বিচারপতি পদে নিয়োগ পেয়েছিলেন। বিচারপতি হিসেবে আবদুর রশিদ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের মামলা ও সুপ্রিম জুডিশিয়াল কমিশন মামলাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।