স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শুরুর আগে বদলে ফেলা হয়েছে বেশ কয়েকটি নিয়ম। এর মধ্যে বড় দুইটি নিয়ম হলো, করোনা পরিস্থিতিতে স্কোয়াডে ন্যুনতম খেলোয়াড় এবং রিভিউয়ের সংখ্যা। এছাড়া বদলেছে সুপার ওভারের নিয়মও।
সোমবার এক প্রজ্ঞাপন জারি করে এ পরিবর্তনগুলোর কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে বলা হয়েছে, করোনার কারণে কোনো দলে যদি কমপক্ষে ১২ জন খেলোয়াড় (এর মধ্যে সাতজন অবশ্যই ভারতীয় এবং একজন অতিরিক্ত) না থাকে, তাহলে তারা মাঠে নামতে পারবে না।
এমতাবস্থায় মৌসুমের পরবর্তী সময়ে এই ম্যাচটি আয়োজনের চেষ্টা করবে বিসিসিয়াই। যদি তা সম্ভব না হয়, তাহলে সেই ম্যাচের ভাগ্য নির্ধারণের দায়িত্ব বর্তাবে আইপিএল টেকনিক্যাল কমিটির ওপর। তারা যে সিদ্ধান্ত নেবে সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে।
আগে এই নিয়মটি ছিল, কোনো দল যদি ন্যুনতম ১২ জন খেলোয়াড় নিয়ে মাঠে আসতে না পারে তাহলে ম্যাচটি পরে আয়োজনের চেষ্টা করা হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে প্রতিপক্ষ দলকে জয়ী ঘোষণা করে দেওয়া হবে দুই পয়েন্ট। এবার আর সেই নিয়ম রাখা হয়নি।
আরেকটি বড় নিয়মের পরিবর্তন হলো, বদলে ফেলা হয়েছে রিভিউয়ের সংখ্যাও। আইপিএলে রিভিউ সিস্টেম চালুর পর থেকে এতো দিন প্রতি ইনিংসে নেওয়া যেতো একটি করে রিভিউ। এখন থেকে প্রতি ইনিংসে নেওয়া যাবে দুইটি করে রিভিউ।
এর বাইরে আন্তর্জাতিক ক্রিকেটে এমসিসির নতুন প্রস্তাবনা অনুযায়ী ক্যাচ আউটের পরিবর্তিত নিয়মও আইপিএলে কার্যকর হবে। যেখানে বলা হয়েছে, ক্যাচ আউটের ক্ষেত্রে দুই ব্যাটার নিজেদের ক্রস করলেও, নতুন ব্যাটারই থাকবেন স্ট্রাইকে।
এক্ষেত্রে শুধুমাত্র ওভারের শেষ বল হলে নতুন ব্যাটার নন স্ট্রাইকে থাকবেন। উল্লেখ্য, এমসিসির এই নতুন নিয়মটি আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর হবে ১ অক্টোবর থেকে। তবে আইপিএল কর্তৃপক্ষ আগে থেকেই নিয়মটি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে।
সুপার ওভারের ক্ষেত্রেও নিয়ম বদলে ফেলেছে আইপিএল কর্তৃপক্ষ। টুর্নামেন্টের প্লে-অফে গিয়ে যদি সুপার ওভারের পরেও জয়ী দল নির্ধারণ না করা যায়, সেক্ষেত্রে দেখা হবে প্রথম রাউন্ডের পয়েন্ট টেবিল। অর্থাৎ প্রথম রাউন্ডে টেবিলের ওপরে থাকা দলকে জয়ী ঘোষণা করা হবে। সূত্র: ক্রিকবাজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।