ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী তিন আসরের জন্য ১৩ জন ক্রিকেটারের নাম পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তালিকায় থাকা ক্রিকেটাররা পুরো আসরের জন্য আইপিএলে অংশগ্রহণ করতে পারবেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে নাম পাঠানোর এমন পদক্ষেপের প্রেক্ষিতে ক্রিকেটারদের আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা বেড়েছে। ক্রিকেটবিষয়ক একটি আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খেলোয়াড়দের নামের তালিকা।
বিসিবির পাঠানো সেই তালিকায় আছেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব ও শহিদুল ইসলাম।
বাংলাদেশের পাশাপাশি আইপিএলের জন্য খেলোয়ারদের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ছাড়পত্র দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একই সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত ১৮ জন খেলোয়াড়ের উপস্থিতি নিশ্চিত করেছে ইংল্যান্ড। তালিকায় নাম নেই অধিনায়ক বেন স্টোকসের।
গাজীপুরে রাস্তার পাশে ঝুলন্ত বিদ্যুতের তার কেড়ে নিল আইইউটির তিন শিক্ষার্থীর প্রাণ
নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ক্রিকেটারদের আইপিএলের আসন্ন ৩ মৌসুমেই পাওয়া যাবে। তবে শ্রীলংকার ক্ষেত্রে ফ্রাঞ্চাইজিগুলোর ধরে রাখা খেলোয়াড় বাদে বাকি ক্রিকেটারদের শুধুমাত্র ২০২৫ সালের আইপিএলে পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।