স্পোর্টস ডেস্ক: করোনা আতঙ্কে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) ছোট করার সম্ভাবনা রয়েছে। শনিবার (১৪ মার্চ) গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির কথায় তারই ইঙ্গিত মিললো। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রেখেছে বিসিসিআই।
শনিবার (১৪ মার্চ) বোর্ডের সদর দফতরে সব ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে বৈঠক করেন বোর্ড কর্তারা। আপাতত ঠিক হয়েছে প্রতি সপ্তাহে পরিস্থিতির পর্যালোচনা করা হবে। মার্চ মাসের শেষে আবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসবে বোর্ড। বর্তমান পরিস্থিতিতে আইপিএল করার জন্য বেশ কয়েকটা বিকল্প নিয়ে আলোচনা হয় গর্ভনিং কাউন্সিলের বৈঠকে। তবে আইপিএল ছোট করার ভাবনাই রয়েছে বিসিসিআইয়ের।
ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সৌরভ বলেন, আইপিএল অবশ্যই হবে কারণ যদি এটা ১৫ এপ্রিলের পর হয় তাহলে বুঝতেই পারছেন ১৫ দিন চলেই যাচ্ছে। তখন তো ছোট করতেই হবে। কতটা ছোট, কতগুলো ম্যাচ সেটা এখনই বলা যাবে না।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে যদি ছোট করা হয় তবে সূচি কেমন হতে পারে সেটি এক নজরে দেখে নেওয়া যাক…
- ৮টি দলকে দুটো গ্রুপে ভাগ করে আইপিএল করারও আলোচনা হয় শনিবারের বৈঠকে। সেক্ষেত্রে দুটো গ্রুপের সেরা দুটো দল যাবে প্লে অফে।
- প্রতিদিন দুটো করে ম্যাচ করা নিয়েও আলোচনা হয়।
- বর্তমান পরিস্থিতিতে দুটো-তিনটে ভেন্যুতে আইপিএলের ম্যাচ করার চিন্তাভাবনা রয়েছে বোর্ডের।
- একই সঙ্গে দর্শকশূন্য স্টেডিয়ামে পুরো আইপিএল করার পরিকল্পনাও রয়েছে সৌরভের বোর্ডের।
তবে আইপিএল আয়োজন করার থেকেও ক্রিকেটার,ফ্যান,টুর্নামেন্টের সঙ্গে যুক্ত প্রত্যেকের স্বাস্থ্য সুরক্ষাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ভারতীয় বোর্ডের কাছে। তথ্যসূত্র: জিনিউজ বাংলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।