এবছরই বাজারে আসছে পরবর্তী প্রজন্মের আইফোন। যার মডেল আইফোন ১৬। এই সিরিজে বেশ কয়েকটি মডেল পাওয়া যাবে। এর মধ্যে আইফোন ১৬ প্রো নিয়ে আলোচনা তুঙ্গে।
প্রতি বছর নতুন সিরিজ লঞ্চ করে অ্যাপল। এ বছর কোম্পানির বহু প্রতীক্ষিত একটি স্মার্টফোন আইফোন ১৬ সিরিজ। যার প্রো মডেলে থাকবে গুচ্ছের ফিচার্স। আগের সিরিজের তুলনায় ১০টি বড় পরিবর্তন থাকবে আইফোন ১৬ প্রো মডেলে। লঞ্চ হতে পারে আর কয়েক মাসের মধ্যেই।
আইফোন ১৫ প্রো স্মার্টফোন যখন বাজারে এসেছিল, তখন তা কেনার জন্য হামলে পড়ে মানুষজন। দোকানের বাইরে লম্বা লাইন পড়ে যায় ক্রেতাদের। প্রতি বছর নানা চমক নিয়ে আসে অ্যাপল। এ বছর কোম্পানির সবথেকে বড় বাজি হতে চলেছে আইফোন ১৬ প্রো। অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই স্মার্টফোনে ১০টি বড় পরিবর্তন দেখা যেতে পারে।
আইফোন ১৬ প্রো-তে কী চমক?
❖ গেমিং পারফরম্যান্স বুস্ট
❖ অগমেন্টেড রিয়ালিটি
❖ মজবুত বিল্ড কোয়ালিটি
❖ ফাস্ট চার্জিং
❖ উন্নত ব্যাটারি লাইফ
❖ আগের থেকে বেশি স্টোরেজ
❖ নতুন ডিজাইন
❖ উন্নত ডিসপ্লে
❖ অত্যাধুনিক ক্যামেরা
❖ হাই-এন্ড প্রসেসর
এসব ফিচার ছাড়াও আরও বেশ কিছু চমক থাকতে পারে আইফোন ১৬ মডেলে। আইফোন ১৬ প্রো-তে ২ টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। যতখুশি ছবি, ভিডিও, ফাইল সেভ করতে পারবেন ফোনে। পাশাপাশি গেমিং পারফরম্যান্স ভালো করতে এতে বিশেষ গেমিং টেকনোলজি ব্যবহার করতে পারে অ্যাপল।
আইফোনের ক্যামেরা নিয়ে বরাবরই একটা মিশ্র প্রতিক্রিয়া শোনা যায়। তাই ফটোগ্রাফির জন্য আরও উন্নত ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা দিতে চলেছে অ্যাপল। ভালো ক্যামেরা, গেমিং পারফরম্যান্স এবং স্টোরেজ থাকা মানে ফোনের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। যা সামাল দিতে এই মডেলে এ১৮/বায়োনিক প্রসেসর থাকবে।
এসব ছাড়াও ৬.৯ ইঞ্চির বড় ডিসপ্লে থাকতে পারে স্মার্টফোনে। এই ডিসপ্লে আগের থেকে উজ্জ্বল এবং ক্রিস্টল ক্লিয়ার হবে। আইফোনের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেকে চিন্তায় থাকেন। কারণ একটু ব্যবহার করলেই দ্রুত ব্যাটারি শেষ হয়ে যায়। সেই চিন্তা দূর করতে বেশি ব্যাটারি ক্যাপাসিটি এবং এ১৮ বায়োনিক প্রসেসরের পারফরম্যান্স পাওয়া যাবে স্মার্টফোনে।
কবে লঞ্চ হবে আইফোন ১৬ সিরিজ?
প্রতি বছর সেপ্টেম্বরে আইফোন লঞ্চ করে থাকে অ্যাপল। এ বছরেও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছেন সবাই। এখনও তারিখ জানায়নি অ্যাপল। সেপ্টেম্বরের শেষের দিকে লঞ্চ হয়ে যেতে পারে নতুন আইফোন ১৬ সিরিজ। এই সিরিজের অধীনে চারটি স্মার্টফোন থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।