আইরিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল ঘোষণা

আইরিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল ঘোষণা

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সিরিজ শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ ও রেজাউর রহমান রাজা। আগামীকালই ফের মাঠে নামতে হচ্ছে তাদের। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে তারা। তাদের সঙ্গী হিসেবে আছেন সৌম্য সরকারও!

আইরিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল ঘোষণা

আয়ারল্যান্ডের বিপক্ষে মূল সিরিজ শুরুর পূর্বে বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বিসিবি একাদশ। ওই উপলক্ষে ১৩ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

ওই ১৩ জনের দলে আছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেনের মতো জাতীয় দলের আশেপাশে থাকা বোলাররাও। এছাড়া জাকির হাসান, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপুরাও এ প্রস্তুতি ম্যাচের দলে জায়গা পেয়েছেন।

প্রস্তুতি ম্যাচের স্কোয়াড : সৌম্য সরকার, আশিক আহমেদ রোহান, ইয়াসির আলী চৌধুরি, শামীম হোসেন, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, জাকির হাসান, মুশফিক হাসান ও আরিদুল আকাশ।

আমি কখনোই সারা-ইব্রাহিমের মা হতে পারব না: কারিনা