জুমবাংলা ডেস্ক : প্রায় তিন মাস আগে কামরুল-রিতার কাবিননামা ও আকদ হয়। কথা ছিল, ২০২০ সালের ৪ জানুয়ারি আনুষ্ঠানিকতা সেরে কনে রিতাকে ঘরে তুলবেন কামরুল। তবে বিয়ের চারদিন আগেই পালিয়ে গেলেন কনে। এ ঘটনায় আকদ করা কনেকে ফেরত পেতে থানায় লিখিত অভিযোগ করেছেন বর কামরুল।
মঙ্গলবার চট্টগ্রামের আগ্রাবাদের বেপারিপাড়ায় এমন ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, জেলার আগ্রাবাদের বেপারিপাড়ার নুরুল বশরের কন্যা তাহমিনা আক্তার রিতার সঙ্গে সাতকানিয়ার মরফলা গ্রামের বাসিন্দা মঞ্জুরুল ইসলামের ছেলে কামরুল ইসলামের বিয়ে ঠিক হয়। এর ধারাবাহিকতায় ১১ অক্টোবর উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে দু’জনের কাবিননামা ও আকদ হয়। একই সময় ২০২০ সালের ৪ জানুয়ারি বিবাহোত্তর অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়। এমনকি অনুষ্ঠানের জন্য আগ্রাবাদের শাপলা কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়।
ভুক্তভোগী কামরুল ইসলাম জানান, বাবার ভাড়া বাসা থেকে পালিয়ে গেছে কনে। মঙ্গলবার এমন তথ্য পায় বরপক্ষ। এরপর কনের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি অস্বীকার করে। পরে বিষয়টি স্বীকার করলে বুধবার তিনি চট্টগ্রাম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।
তিনি আরো জানান, বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। কার্ড ছাপিয়ে অতিথিদের দাওয়াত করেছেন। তবে বিয়ের চারদিন আগে কনে পালানোয় বিব্রতকর অবস্থায় পড়েছেন তিনি।
কোতোয়ালি থানার ওসি মো. কামরুজ্জামান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।