
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশের সেমি ফাইনালের আশা জাগিয়ে হেরেই গেল বাংলাদেশ। মাহমুদউল্লাহ আর লিটন দাসের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। শেষ চার ওভারে তাদের দরকার ছিল ৩৩ রান। ১৭তম ওভারে মাত্র ৩ রান দিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান ডোয়াইন ব্রাভো। পরের ওভারে রবি রামপল দেন ৮ রান। তাতে শেষ ১২ বলে ২২ রান দরকার তাদের। ১৯তম ওভারে ব্রাভোর প্রথম বলে মাহমুদউল্লাহ ছক্কা মেরে ব্যবধান কমান।
আবারো সুইপ করে আউট মুশফিক
ভালো খেলতে খেলতে কী যেন হয়ে যায় মুশফিকুর রহিমের। সুইপ করতে গিয়ে অনেকবার আউট হয়েছেন তিনি। তা থেকে শিক্ষা নিতে পারেননি। ডানহাতি ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সুইপ করতে গিয়ে স্টাম্প ছাড়লেন এবং বোল্ড। রবি রামপলের কাছে থামল তার ৭ বলে ৮ রানের ইনিংস। লিটন দাসের সঙ্গে তার জুটি ছিল ৩০ রানের।
লিটনের ব্যাটে জয়ের স্বপ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক ব্যাটিং ব্যর্থতা আর মিস ফিল্ডিংয়ে আলোচিত ছিলেন লিটন দাস। তারপরও তার ওপর থেকে আস্থা হারাননি নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে তার ব্যাট কথা বলছে। এই আসরে নিজের সেরা রান করলেন। আগের পাঁচ ম্যাচে তার সর্বোচ্চ রান ছিল ২৯, প্রথম রাউন্ডে পাপুয়া নিউ গিনির বিপক্ষে।
গেইলের ক্যাচ হলেন সৌম্য
ভালোই খেলছিলেন সৌম্য সরকার। লিটন দাসের সঙ্গে জুটিতে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু জুটি ৩১ রানের বেশি হলো না। আকিল হোসেনের বলে পয়েন্টে নিচু ক্যাচ দেন ক্রিস গেইলকে। ১৩ বলে ১৭ রান করেন আউট হন সৌম্য।
সৌম্য-লিটনের ব্যাটে আশার আলো
২৯ রানে ২ ওপেনারের বিদায়ের পর সৌম্য সরকার ও লিটন দাস জুটি গড়েছেন। বাংলাদেশ তাদের ব্যাটে আশার আলো দেখছে। ১০ ওভারে স্কোর ২ উইকেটে ৫৫ রান।
নাঈম বোল্ড
পাওয়ার প্লের মধ্যে উইকেট হারালেন বাংলাদেশের দুই ওপেনার। পঞ্চম ওভারে সাকিব আল হাসান (৯) আন্দ্রে রাসেলের শিকার হন। পরের বলে হোল্ডার বোল্ড করেন মোহাম্মদ নাঈমকে। ১৯ বলে দুই চারে ১৭ রান করেন তিনি। ৬ ওভারে ২ উইকেটে ২৯ রান বাংলাদেশের। একই স্কোর ছিল ওয়েস্ট ইন্ডিজেরও।
ওপেনিংয়ে নেমে ব্যর্থ সাকিব
লিটন দাস বাজে ফর্মে। তাই ওপেনিংয়ে মোহাম্মদ নাঈমের সঙ্গে নামলেন সাকিব আল হাসান। কিন্তু নতুন পজিশনে হতাশ করলেন তিনি। পঞ্চম ওভারে আন্দ্রে রাসেলের তৃতীয় বলে মাত্র ৯ রান করে হোল্ডারের ক্যাচ হন সাকিব, বল খেলেন ১২টি।
নাঈমকে নিয়ে সাকিবের উদ্বোধনী জুটি
ছিলেন লিটন দাস, মোহাম্মদ নাঈমও। বাংলাদেশ দল লক্ষ্যে নেমেই অবাক করল। কারণ ওপেনিংয়ে নাঈমকে সঙ্গে করে নেমেছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে প্রথমবার এই পজিশনে বাঁহাতি ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ- ২০ ওভারে ১৩৯/৫ (মাহমুদউল্লাহ ৩১*, আফিফ ২*, লিটন ৪৪, মুশফিক ৮, সৌম্য ১৭, নাঈম ১৭, সাকিব ৯)
ওয়েস্ট ইন্ডিজ- ২০ ওভারে ১৪২/৭ (হোল্ডার ১৫*, পোলার্ড ১৪*; ব্রাভো ১, চেজ ৩৯, পুরান ৪০, রাসেল ০, হেটমায়ার ৯, গেইল ৪, লুইস ৬)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


