আন্তর্জাতিক ডেস্ক: আগামী দুই সপ্তাহের জন্য মসজিদভিত্তিক সব ধরনের অনুষ্ঠান ও জনসমাগম স্থগিত করেছে বাহরাইন। আগামীকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএ।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের জুমা নামাজে সীমিত সংখ্যক লোক উপস্থিত থাকবেন। এছাড়া আহমদ আল ফাতেহ ইসলামিক সেন্টার থেকে অনলাইনে জুমার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে।
করোনা বিষয়ক জাতীয় চিকিৎসা বিশেষজ্ঞদের নির্দেশনায় বাহরাইনের জাস্টিস, ইসলামিক অ্যাফেয়ার্স এন্ড অ্যান্ডোম্যান্টস বিষয়ক মন্ত্রণালয় দুই সপ্তাহের জন্য দেশটির মসজিদগুলো সাময়িক বন্ধ ঘোষণা করে।
গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) করোনা সংক্রমনরোধে সৌদি আরব ১০ টি মসজিদ সাময়িক বন্ধ করে।
বাহরাইনে এখন পর্যন্ত ১০ লাখ ৮৮ হাজার সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১০ লাখ ২২ হাজার ৮৯ জন সুস্থ হয়েছেন এবং ৩৮৭ জন মারা যান।
তথ্যসূত্র: খালিজ টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।