‘আগামী ২-৩ মাসের মধ্যে সরকারের পতন ঘণ্টা বেজে উঠবে’

জুমবাংলা ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আগামী ২-৩ মাসের মধ্যে সরকারের পতন ঘণ্টা বেজে উঠবে।’

শুক্রবার (১৯ মে) কুড়িগ্রাম শহরে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে খোকন দাবি করেন, ‘আওয়ামী লীগ জনগণের দল নয়, ২০০৮ সালে সামরিক সরকার ও ভারতের সঙ্গে আঁতাত করে পরের নির্বাচনগুলোতে বিনা ভোটে ক্ষমতায় এসেছে। এ সরকার দেশের ভোট ব্যবস্থা ধ্বংস করেছে। মানুষের বাঁচার অধিকার হরণ করেছে। লুটপাট আর দুঃশাসনে মানুষ আজ দিশেহারা।’

সরকারপ্রধানকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনি বলেছেন, আমেরিকা আমাকে চায় না। আপনার সরকারকে কেন আমেরিকা চায় না তা ভেবে দেখেছেন?’

পুলিশের সমালোচনা করে তিনি বলেন, ‘পুলিশের যেসব কর্মকর্তা সরকারের হয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছেন আপনাদেরকে আমরা চিনে রাখতেছি। আপনাদেরও বিচার হবে। যদি আওয়ামী লীগের হয়ে কাজ করেন, তাহলে চাকরি ছেড়ে রাজনীতি করেন।’

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

খোকন বলেন, ‘শান্তি সমাবেশের নামে যারা আমাদের সমাবেশে বাধা দিচ্ছেন, মুক্তিযুদ্ধের শান্তি কমিটির মতো তাদেরও একদিন বিচার করা হবে।’

কুড়িগ্রাম শহরের এনআর প্লাজা মার্কেট প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশ জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। জেলা বিএনপির সভাপতি তাসভীরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা প্রমুখ।