জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুর-৭ নম্বর সেকশনের রূপনগর থানাধীন চলন্তিকা মোড় এলাকায় বস্তিতে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়েছেন এক ফায়ার সার্ভিসকর্মী। জুয়েল রানা (২৯) নামে ওই কর্মীকে উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
জুয়েল তেজগাঁও স্টেশনে কর্মরত।
শুক্রবার (১৬ আগস্ট) সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে আগের ১২ ইউনিটের সঙ্গে আরও ৮ ইউনিট যোগ হয়ে বর্তমানে কাজ করছে ২০টি ইউনিট।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি এলাকাবাসীও কাজ করছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশের ভবন থেকেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই বস্তিতে বসবাস করেন ৫০ হাজারের মতো মানুষ। বস্তির বেশিরভাগ ঘর বাসের ওপর করার কারণে আগুন বেশি ছড়াচ্ছে বলে দাবি স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কিন্তু তারা দেরিতে আসায় আগুনের তীব্রতা বেড়ে গেছে। ক্রমেই আগুন ছড়িয়ে পড়ছে চারদিকে। পর্যাপ্ত পানিও পাওয়া যাচ্ছে না এই এলাকায়।
এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রুপনগর থানার পেছনে সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ২০টি ইউনিট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।