নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে আগুন পোহাতে গিয়ে মো. জুয়েল মিয়া নামের এক ফুটপাতের কাঁচামাল ব্যবসায়ির পুড়েছে নগদ ৬৫ হাজার টাকা। বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন বলেন, এ বিষয়ে বেশ কয়েকটি মাধ্যমে জানতে পেরেছি। খোঁজখবর নিয়ে দেখছি।
ভুক্তভোগী ব্যবসায়ি জুয়েল পৌরসভার লোহাগাছ গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর বাজারের ফুটপাতে কাঁচামালের ব্যবসা করেন।
জুয়েল মিয়া জানান, বুধবার বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দেখেন তাঁর মা চুলার পাড়ে বসে আগুন পোহাচ্ছেন। তখন তিনিও আগুন পোহাতে বসেন। এরপর তার মা ঘরে চলে যান। কিছুক্ষণ পর তিনি ঘরে ফিরে পকেটে হাত দিয়ে দেখেন টাকা নেই। দৌড়ে চুলার কাছে গিয়ে দেখেন টাকাগুলো আগুনে পুড়ছে।
জুয়েল আরও বলেন, এরপর তড়িঘড়ি করে পোড়া টাকা ওঠাতে শুরু করি। টাকা ওঠানোর আগেই বেশির ভাগ টাকা পুড়ে যায়। কিছু টাকা অর্ধেকের বেশি পুড়ে যায়। আমার মূলধন ৬৫ হাজার টাকা পলিথিনে মোড়ানো ছিল। টাকা পুড়ে যাওয়ায় আমি এখন সর্বস্বান্ত।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাহিদ সরকার বলেন, ফুটপাতের কাঁচামাল ব্যবসায়ির মূলধন আগুনে পুড়ে যাওয়ার খবরটি আমি জেনেছি। চেষ্টা করছি, তার পাশে দাঁড়িয়ে কীভাবে তাকে সহযোগিতা করতে পারি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel