আজও একাদশের বাইরে লিটন, বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটিংয়ে কলকাতা

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টস হেরে ব্যাটিং করবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি লিটন দাসের। এর আগে, নিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রানে আউট হন তিনি।

পয়েন্ট টেবিলে দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে বেঙ্গালুরু। ৭ ম্যাচের ৪টি জিতে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে তারা। অন্যদিকে, সমান ম্যাচে মাত্র দুই জয়ে কলকাতার অবস্থান আট নম্বরে। এবারের আসরে দুই দলের প্রথম দেখায় জিতেছিল কেকেআর।

কলকাতা নাইট রাইডার্স: জগদীসান, জেসন রয়, ভেঙ্কেটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড ভিসে, বৈভব অরোরা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমর, দিনেশ কার্তিক, সুয়শ প্রভুদেসাই, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড উইলি, বিজয়কুমার ভিশক, হার্ষাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ।

আশরাফুলকে সেইদিন যে কথা দিয়েও কথা রাখেননি সৌরভ গাঙ্গুলী