আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের হামলায় আর্মেনিয়ার আরো ৩০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কারবাখ অঞ্চলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এ খবর জানা যায়। আজারবাইজানের সাথে আর্মেনীয়ার যুদ্ধ শুরুর পর থেকে আর্মেনীয়ার ৩৫০ সেনা নিহত হয়।
এই যুদ্ধে দু’দেশের প্রায় ৩০ হাজার মানুন নিহত হয়েছে। এখন এই লড়াই ব্যাপক আকার ধারণ করেছে। এই বিরোধপূর্ণ অঞ্চলটিতে দীর্ঘ ১২ দিনের মত সংঘর্ষ চলমান রয়েছে। এতে ক্ষতির দিক দিয়ে আজরাবাইজান সুবিধাজনক অবস্থায় আছে।
আজারবাইজান জানিয়েছে যে, বৃহস্পতিবার ভোরে আর্মেনীয় বাহিনী গ্যাঞ্জা শহরকে গোলা বর্ষণ করেছে, এতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া অন্যান্য গ্রামগুলোতেও জাতিগত আর্মেনীয় বাহিনী গুলি চালিয়েছে।
আজেরি কর্তৃপক্ষ ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনো পর্যন্ত ৩০ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর দিয়েছে। এছাড়া আরো ১৪৩ জন বেসামরিক লোক আহত হয়েছে বলে জানিয়েছে। তবে সেনা হতাহতের বিষয়ে আজারবাইজান কোন তথ্য প্রকাশ করেনি।
সূত্র : আল আরাবিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।