আজ উদ্বোধন ঢাকা এক্সপ্রেসওয়ে: উঠতে পারবে না যেসব যানবাহন

ঢাকা এক্সপ্রেসওয়ে

জুমবাংলা ডেস্ক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এর প্রথম অংশের উদ্বোধন হচ্ছে আজ শনিবার। পরদিন রোববার থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে যোগাযোগের নতুন এই দিগন্ত।

ঢাকা এক্সপ্রেসওয়ে

উড়াল সড়কটি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে। ঢাকা শহরের যানজট নিরসনসহ ভ্রমণে সময় ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে এই উড়াল সড়ক তৈরির উদ্যোগ নেয় সরকার। এর ফলে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই অবকাঠামো যানজটের শহর ঢাকায় যাতায়াতে যানজট কমাবে, সময় বাঁচাবে, ভোগান্তি কমবে, স্বস্তি মিলবে।

সাধারণত, এক্সপ্রেসওয়েতে চলাচলের ক্ষেত্রে স্বল্প গতির পরিবহনের ওপর বিধিনিষেধ থাকে। ঢাকার ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। মোটরচালিত প্রায় সবধরনের যানবাহন চলাচলের অনুমতি মিললেও মোটরসাইকেল ও থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার বিকেল ৪টায় এ এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোর ৬টা থেকে পথটি ব্যবহার করতে পারবেন যাত্রীরা। পথটি ব্যবহার করে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত আসতে প্রতিটি গাড়িকে সময় ব্যয় করতে হবে মাত্র ১০-১৫ মিনিট। ভয়াবহ যানজট থেকে মুক্তি মিলবে যাত্রীদের।

আজকের (২ সেপ্টেম্বর ২০২৩) রাশিফল