সম্ভবত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট প্রথমবারের মতো তারকাশূন্য ফাইনাল দেখতে যাচ্ছে। ভারতের নামি-দামি খেলোয়াড়দের মধ্যে কেউ নেই ফাইনালে উত্তীর্ণ হওয়া দুই দলের মধ্যে। ভারতের জাতীয় দলের কোন খেলোয়াড় এখানে উপস্থিত নেই।
যেসব দলে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার উপস্থিত ছিলেন তাদের অনেকেই প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছেন। জাতীয় দলে জায়গা পাকাপোক্ত হওয়ার পর অনেকেই ফরম হারিয়ে ফেলেছেন। তাই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত কেমন পারফর্ম করবে সেটি নিয়ে চিন্তা থেকে যাচ্ছে।
ভারতের ক্রিকেট স্কোয়াড সাজাতে ভুল হলো কিনা সেটা নিয়েই অনেকে কথা বলা শুরু করে দিয়েছেন। অস্ট্রেলিয়ার দুই তারকা পেট কামিন্স এবং মিশেল স্টার্ক তাদের নিজেদের দলকে ফাইনালে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।
তারা অস্ট্রেলিয়ার জাতীয় দলের ফর্মে থাকা দুই খেলোয়াড়। ভারতকে বাদ দিলে অন্য দলের তারকা প্লেয়ার দেখা যাবে এ দুই দলের মধ্যে। বাঘা বাঘা সব দলকে হারানোর পর আজকে ফাইনালে খেলতে যাচ্ছে কলকাতার নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ।
অথচ এই দুই দলে যেসব ভারতীয় প্লেয়াররা খেলছেন তাদের কারো জায়গা হয়নি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের মধ্যে। এবারের আইপিএল টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অথচ তাদের চারজন খেলার সরাসরি জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।
রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সুরাইয়া কুমার যাদব এবং জাসপ্রিত বুমরা; এরা সবাই মুম্বাইয়ের হয়ে খেলেছেন। দিল্লি থেকে কুলদীপ যাদব এবং খলিল আহমেদের মত খেলোয়াড় ভারতীয় জাতীয় দলে জায়গা পেয়েছেন। চেন্নাই থেকে দুবে এবং জাদেজা জায়গা পেয়েছেন।
গুজরাট এবং পাঞ্জাব থেকে একজন করে খেলোয়াড় জাতীয় দলে জায়গা পেয়েছেন। বিশ্বকাপ দলের কেউ ফাইনালের দুই দলে না থাকায় তারকাশূন্য এক ম্যাচ উপভোগ করতে যাচ্ছে ক্রীড়াপ্রেমিকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।