Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনলাইন শিক্ষা কার্যক্রম আগামী আজ শনিবার (২২ মে) থেকে শুরু হতে যাচ্ছে। শুক্রবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেন বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। এর আগে গত ২৫ এপ্রিল বুয়েট কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের ৪৬৫তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির অনলাইন শিক্ষা কার্যক্রম আগামী ২২ মে থেকে শুরু হবে। স্নাতক শ্রেণির ক্লাস টেস্ট, ল্যাব টেস্ট ও কুইজ ১ম সপ্তাহে না নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় গত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ঘোষণা করে বুয়েট কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।