স্পোর্টস ডেস্ক : সম্প্রতি শহীদ আফ্রিদির আত্মজীবনীমূলক বই প্রকাশিত হয়েছে। সেই বইয়ে একের পর এক বোমা ফাটানোর মত তথ্য দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। আত্মজীবনীতে ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের এত কড়া সমালোচনা করেছেন যে রীতিমত গম্ভীরকে ‘ধুয়ে দিয়েছেন’ আফ্রিদি!
পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি ও পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের আলোচিত সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরের মধ্যে বনিবনা নেই বললেই চলে। অতীতেও একাধিক ইস্যুতে এই দুই ক্রিকেটার মুখোমুখি অবস্থান নিয়েছিলেন। তবে গম্ভীরকে নিয়ে সবচেয়ে বেফাঁস মন্তব্য সম্ভবত এবারই করলেন আফ্রিদি।
গম্ভীরের ব্যক্তিত্বের সমালোচনা করে আফ্রিদি তার বইয়ে বলেন, ‘কিছু শত্রুতা ব্যক্তিগত, কিছু পেশাগত। গম্ভীরের ক্ষেত্রে বিষয়টা ব্যক্তিগত পর্যায়ের। গম্ভীর খুবই দাম্ভিক। তার মানসিকতায় সমস্যা আছে। তার কোনো ব্যক্তিত্ব নেই। সে এমন একটা বিরল চরিত্র যাকে ক্রিকেটের বড় লজ্জা বলা যায়। তার আহামরি কোনো রেকর্ড নেই। পুরোটাই দম্ভ।’
গম্ভীর নিজেকেস্বাভাবিকের চেয়েও বেশি ‘সেরা’ হিসেবে জাহির করতে চান বলেই অভিমত আফ্রিদির। তার ভাষ্য, ‘গম্ভীর এমন আচরণ করে, যেন সে ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ডের মিলিত কিছু। করাচিতে এরকম লোকেদের আমরা সরিয়াল বলি।’
আফ্রিদি যে গম্ভীরকে মোটেও পছন্দ করেন না- জানিয়েছেন সেটিও। তিনি বলেন, ‘সহজ ব্যাপার, আমি খুশি ও ইতিবাচক মানুষদের পছন্দ করি। তারা আগ্রাসী ও প্রতিযোগিতাপূর্ণ হলেও সমস্যা নেই। আপনাকে ইতিবাচক হতে হবে। গম্ভীর ইতিবাচক নয়, সবটাই নেগেটিভ।’
উক্ত আত্মজীবনীতে গম্ভীরের সাথে নিজের এক দ্বন্দ্বের কথাও তুলে ধরেছেন আফ্রিদি। তিনি উল্লেখ করেন, ‘আমার মনে আছে ২০০৭ সালে ভারত-পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচে হয়েছিল ওই ঘটনা। সিঙ্গেল নিয়ে সে সরাসরি আমার দিকে দৌড়ে এসেছিল। আমি বা আম্পয়ারের কাউকে এটা শেষ করতে হতো। তবে আমাদের দুজনের মধ্যে নিজেদের মায়ের দিকের আত্মীয়স্বজনদের নিয়ে বেশ কথাবার্তা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।