জুমবাংলা ডেস্ক : ভারতীয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে গিয়ে দু’দফা হামলার শিকার হয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর ও সহযোগীরা।
এদিকে উভয় পক্ষের সংঘর্ষ চলাকালে পাল্টা হামলায় অংশ নিয়েছেন ডাকসু ভিপি নুর নিজেও। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় মেতেছে নুরবিরোধীরা।
তারা বলছেন, হামলায় দুই পক্ষই মারধরের শিকার হয়েছেন। তবে আশ্চর্যের বিষয় হলো- ডাকসু ভিপি নিজেই এই হামলায় অংশ নিয়েছেন; যেখানে ডাকসুর আরেক নেতা সমাজসেব সম্পাদক আখতার হোসেন মারধরকারীদের ঠেকানোর চেষ্টা চালাচ্ছিলেন।
বিষয়টি নিয়ে ছাত্রলীগের এক যুগ্ম-সম্পাদক তার ফেসবুক ওয়ালে লিখেছেন, নুরুর পদতলে পৃষ্ঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কি জবাব দিবেন তথাকথিত সুশীল বন্ধুরা?
জানা গেছে, উভয় পক্ষের সংঘর্ষে ভিপি ও সমাজসেবা সম্পাদকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। অন্যদিকে এ ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের আসেন ডাকসু ভিপি নুরুল হক নুর ও সহযোগীরা। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চ তাদের বাঁধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি আল মামুনের নেতৃত্বে নুরদের উপর হামলা চালানো হয়। এতে নুরুল হক নুরের বাম হাতের আঙ্গুল ভেঙে যায়। এছাড়া ডাকসুর সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন এবং সিফাত নামে ঢাবির এক শিক্ষার্থী আহত হন।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।